চাঁদপুর সদর উপজেলায় আজিজুর রহমান ভুট্টো নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১৮ মে সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান ভুট্টো ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। কুমারডুগিতে তার সারের দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে দোকান থেকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে হামলার শিকার হন আজিজুর রহমান ভুট্টো। দুর্বৃত্তরা তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, শাহমাহমুদপুর ইউনিয়নের আজিজুর রহমান ভুট্টো নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
চাঁদপুর করেসপন্ডেট,১৯ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur