চাঁদপুর

চাঁদপুরে আইসলোশেন ইউনিটে করোনায় নারীসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসলোশেন সেন্টারে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নারীসহ ৩ জন মৃত্যুবরণ করেছেন।

৯ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল পর্যন্ত পর্যাক্রমে এসব ব্যাক্তি মৃত্যুবরণ করেন।

মৃত ব্যাক্তিরা হলেন- জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের রহিমা খাতুন (৭৫), চাঁদপুর শহরের ব্যাংক কলোনীর বাসিন্দা মনির চৌধুরী (৫৯) ও হাইমচর উপজেলার আলগী বাজার এলাকার কমলাপুর গ্রামের তাজুল ইসলাম (৭০)।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে রাতে চাঁদপুর টাইমসকে নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ঈসা রুহুল্লাহ চাঁদপুর টাইমসকে বলেন, মৃত ব্যাক্তিদের মধ্যে ৭ এপ্রিল রহিমা খাতুন ও মনির চৌধুরী ও ৩ এপ্রিল তাজুল ইসলাম ভর্তি হন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ বাড়িতে পৌঁছানো, কাফন ও দাফনের ব্যবস্থা করা হবে।

এদিকে ২০২০ সালের ৯ এপ্রিল থেকে গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) পর্যন্ত এই এক বছরে চাঁদপুর জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৩৪৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ৯৭ জন। আর চিকিৎসাধীন আছেন ৪৫২ জন।

এই এক বছরে চাঁদপুর জেলার ৮ উপজেলা এবং শহরসহ পুরো জেলা থেকে ২১৬৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সদর হাসপাতালেই নমুনা সংগ্রহ করা হয় ১৩১১০ জন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৯ এপ্রিল ২০২১

Share