চাঁদপুর

চাঁদপুরে আইন প্রয়োগ আরো কঠোর করা হবে : জেলা প্রশাসক

সাংস্কৃতিক মাস উদযাপনের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা শুক্রবার সন্ধায় চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘চাঁদপুরে প্রথমবারের মত সাস্কৃতিক মাস সফলভাবে সমাপ্ত হয়েছে। বিজয় মেলা থাকার কারণে এই মাসকে আমরা অন্য মাসে করার পরিকল্পনা রয়েছে। এবার আমরা সাংস্কৃতিক মাসে তেমন কোন অর্থায়ন করতে পারেনি। আমি প্রতিজ্ঞা করছি আগামীতে খুব ভালোভাবে করা হবে।’

জেলা প্রশাসক আরো বলেন, ‘চাঁদপুর জেলা হিসেবে চমৎকার একটি জেলা। এ জেলা উন্নয়নের জন্য এখানে সব কিছু রয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার সাথে আমরাও এগিয়ে যাব। আমরা সব কিছু দিয়ে খুব ভাল একটি স্থানে রয়েছি। সব কিছু ভাল করতে ২০১৬ সালে এই জেলায় আইনের প্রয়োগ কঠোর ভাবে করা হবে। যারা অনেক পরিশ্রম করে এই সাংস্কৃতিক মাসকে সফল করেছেন তাদের ধন্যবাদ জানাই। শুধু শহরে নয় সব উপজেলাগুলোতে সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা করা হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহামনের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, আইনজীবি সমিতির সভাপতি অ্যড. জহিরুল ইসলাম, সম্মলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার।

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট

নিউজ ডেস্ক ।। আপডেট : ০২:০০ এএম, ০২ জানুয়ারি ২০১৫, শনিবার
ডিএইচ

Share