চাঁদপুরে আইদি বাসের চাপায় কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আইজি পরিবহনের বাসের চাপায় রাহেলা আক্তার শান্তা নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে‌। ৭ জানুয়ারি বুধবার দুপুরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাহেলা আক্তার শান্তা চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী মুন্সি বাড়ি এলাকার বাসিন্দা এবং মো. শামসুল হুদা মুন্সির সেঝো কন্যা। ঘটনাটি ঘটে বুধবার (৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টায়, চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরগামী আইদি এন্টারপ্রাইজের একটি বাস (নম্বর: কুমিল্লা-ব-১১০৩৭৩) রাহেলা আক্তার শান্তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় চাঁদপুরগামী ‘আইদি এন্টারপ্রাইজ’-এর একটি দ্রুতগামী বাস শান্তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শান্তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। তবে ভাগ্যের নির্মম পরিহাস, ঢাকা নেওয়ার পথে বিকেল ৪টার দিকে শান্তা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত শিক্ষার্থীর পিতা শামসুল হুদা মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ে সকালে ঘোষেরহাটে গেলে আইদি বাস তাকে চাপা দেয়। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। আমি এই ঘটনার সঠিক বিচার চাই। শাহতলী জিলানী চিশতী কলেজের আজীবন দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, রাহেলা আমাদের কলেজের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

পুলিশ সুপার জানান, আইদি বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, রাহেলা আক্তার শান্তার মর্মান্তিক মৃত্যুতে শাহতলী জিলানী চিশতী কলেজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। কলেজের আজীবন দাতা সদস্য সোহেল রুশদী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসানসহ শিক্ষকবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘোষেরহাট ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা দ্রুত ঘাতক বাস আটক ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৭ জানুয়ারি ২০২৬