ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি’র) আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ এন্ড পাটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আইডিইবি চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী ওয়াহিদুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রকৌশলী স্বপন কুমার সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
এ সময় তিনি বলেন, কোন ধর্মের মধ্যে অন্যায় অবিচার ও হানাহানি করার কথা নেই। আজকে আমরা ধর্মের বিধি নিষেধ হিসেবে রোজা পালন করছি। আপনাদের প্রকৌশলীদের এ ফোরামটি অনেক বড় সংগঠন । প্রধানমন্ত্রী আপনাদের সংগঠনের সব সময় খোজ খবর রাখেন। আমরা চাই আপনাদের নিয়ে একত্রে কাজ করতে। চাঁদপুর পৌরসভার সামনের দিন গুলোতে আপনাদের নিয়ে কাজ করবো। আপনারা প্রকৌশলী, আপনাদের স্বচ্চ কাজের মাধ্যমে এ দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতীর পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলতে আমরা সকলে মিলে সমন্বিতভাবে কাজ করে যাব।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি এ কে এম আব্দুল মোতালেব, মোঃ মুখলেছুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ শাহজাহান কবির, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশনের সাধারন সম্পাদক নাজিমুদ্দিন পাটোয়ারী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফাহিম ইকবাল প্রমুখ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৬ এপ্রিল ২০২২