Home / চাঁদপুর / চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা সেমিনার
আইএফআইসি

চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা সেমিনার

চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরে আইএফআইসি ব্যাংক চাঁদপুর শাখার উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে উৎসব উপলক্ষে এক আর্থিক স্বাক্ষরতা সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ শিবলী সাদিক। এছাড়া আইএফআইসি ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়াসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিজিটাল ব্যাংকিং, উদ্যোক্তা উন্নয়ন এবং আর্থিক সচেতনতার নানা দিক তুলে ধরা হয়। বক্তারা তরুণ প্রজন্মকে সঞ্চয়, বিনিয়োগ এবং আধুনিক ব্যাংকিং সেবার সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাস্তব জীবনে আর্থিক পরিকল্পনা, দায়িত্বশীল খরচ এবং ব্যাংকিং ব্যবস্থার সুফল সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করে।

নিজস্ব প্রতিবেদক/ ১১ সেপ্টেম্বর ২০২৫