১৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুরে অ্যাম্বুলেন্স চলাচল শুরু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে অ্যাম্বুলেন্স সেবা। দীর্ঘ এই অচলাবস্থার পর স্বস্তি ফিরেছে রোগী ও তাদের স্বজনদের মধ্যে।

জানা গেছে, গত শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ইং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতালের সামনে অবৈধ পার্কিংয়ের দায়ে চারটি অ্যাম্বুলেন্সকে জরিমানা করা হয়। এই জরিমানার প্রতিবাদে অ্যাম্বুলেন্স চালকরা তাৎক্ষণিকভাবে ওইদিন রাত ১১ টায় ধর্মঘটে যান। ফলে রাত সাড়ে ১১টার পর থেকেই বন্ধ হয়ে যায় সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চলাচল।

অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন জরুরি রোগীরা। গুরুতর অসুস্থ রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে পাঠাতে না পেরে ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের। অনেকেই বাধ্য হয়ে বিকল্প যানবাহনে রোগী পরিবহন করেন।

টানা ১৪ ঘণ্টা এই সংকট চলার পর পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান। তিনি শনিবার ২৪ জানুয়ারি দুপুরে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের সঙ্গে বৈঠকে বসেন এবং তাদের দাবি-দাওয়া শুনে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছান।

বৈঠকের পর মালিকপক্ষ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলে পুনরায় দুপুর ২টা থেকে অ্যাম্বুলেন্স চলাচল শুরু হয়।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান বলেন, একটি মোবাইল কোর্টের ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে সেবা বন্ধ হয়ে গিয়েছিল। আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে এবং এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।

তবে অ্যাম্বুলেন্স চালকরা জানিয়েছেন, ভবিষ্যতে তাদের দাবি-দাওয়া নিয়ে জটিলতা তৈরি হলে আবারও কর্মবিরতির মতো সিদ্ধান্ত আসতে পারে।
সব মিলিয়ে, দীর্ঘ ১৪ ঘণ্টার ভোগান্তির পর চাঁদপুর সদর হাসপাতালে আবার ফিরেছে স্বাভাবিক চিত্র।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২৫ জানুয়ারি ২০২৬