চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ্যাড. মো. দেলোয়ার হোসেন খানের শোকসভা মঙ্গলবার দুপুরে সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমতির সভাপতি অ্যাড. সেলিম আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূইয়ার পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন অ্যাড. রুহুল আমি (১), পিপি অ্যাড. আমান উল্লাহ, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. আব্দুল লতিফ শেখ, অ্যাড. আহসান হাবিব, অ্যাড. জহীরুল ইসলাম, অ্যাড. মঝিবুর রহমান ভূইয়া, জিপি অ্যাড. মো. রুহুল আমিন সরকার, অ্যাড. মো. মোবারক হোসেন, অ্যাড. আবুল কালাম পাটোয়ারী, অ্যাড. শেখ আবুল খায়ের মো. সালেহ, অ্যাড. অ্যাড. শহীদ উল্লাহ কায়সার, অ্যাড. মো. ইব্রাহিম খলিল।
শোকসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামানা করে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, মো. দেলোয়ার হোসেন খান গত সোমবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের চেয়ারম্যান ঘাটের নিজ বাড়িতে উন্তেকাল করেন।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট ১০:২৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur