Home / চাঁদপুর / চাঁদপুরে ‘অ্যাডভোকেসি ডায়ালগ’
অ্যাডভোকেসি

চাঁদপুরে ‘অ্যাডভোকেসি ডায়ালগ’

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে ‘অ্যাডভোকেসি ডায়ালগ’ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে শহরের বাবুরহাট ব্র্যাক আঞ্চলিক কার্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

তিনি বলেন, আমাদের সমাজে নারীর কোন বিকল্প নেই। ‘স্ত্রী, বোন বা মা’ বিভিন্ন চরিত্রে আমাদের পাশে থাকেন নারীরা। একসময় নারীদের উপর অনেক নির্যাতন, অত্যাচার হতো, বিশেষ করে পারিবারিক সহিংসতা ছিলো অনেক। তবে এখন কম হলেও পুরোপুরি নির্মূল করা যায় নাই।

তিনি বলেন, অনেকসময় এক পরিবারে ছেলে-মেয়ে থাকলে পরিবারের বড়রা মেয়েদের থেকে ছেলেদের বেশি প্রাধান্য দেয়। পড়াশোনার ক্ষেত্রেও মেয়েদের বেশি পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দেয়। সমাজে ছেলে-মেয়ে উভয়ের সমান অধিকার। সকলকে সেই সমান অধিকার দিতে হবে। বৈষম্য সৃষ্টি করা যাবে না। বৈষম্য সৃষ্টি আমার ঘর থেকেই হয়। নিজের মায়ের কথাই যদি চিন্তা করেন তাহলে কোন নারীর প্রতি আর সহিংসতা করতে পারবেন না।

এডিসি আরো বলেন, এ ধরণের আয়োজন উম্মুক্ত স্থানে আরো বিভিন্ন দপ্তরের বা সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে করলে আরো একটু ভালো হতো। তবে ব্র্যাক এর সেবা এখন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। ব্র্যাককে চিনে না এমন কোন গ্রাম নেই। সরকারি সংস্থার পাশাপাশি এনজিও এর অবদান অপরিসীম।

ব্র্যাক এর জেলা সমন্বয়কারী মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাছিমা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক ইব্রাহিম মিয়া প্রমূখ।

জেন্ডার মেইনস্ট্রিমিং এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. সেলিম মোল্লা সঞ্চালনার দায়িত্বে ছিলেন।

জেলার অন্তর্গত ব্র্যাকের সকল কর্মসূচি, বিভাগ এবং এন্টারপ্রাইজের সকল স্থানীয় পর্যায়ের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ব্র্যাকের প্রতিষ্ঠালগ্ন থেকে জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার্সিটি কর্মসূচি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়নের ফলে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সংবেদনশীল কর্মপরিবেশ, জেন্ডার সমতার নীতিমালা প্রণয়ন, কর্মসূচিভিত্রিক জেন্ডার সূচক নির্ধারণসহ ব্র্যাকের সকল কার্যক্রমের মূলধারায় জেন্ডার অন্তর্ভুক্ত করার জন্য দক্ষতা বৃদ্ধিসহ উন্নয়নমূলক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, নারী এবং কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে রেফারেল ব্যবস্থাপনা গতিশীল করতে অ্যাডভোকেসি করে আসছে। এরই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি কর্মসূচির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
২২ ডিসেম্বর ২০২৫