চাঁদপুর শহরের নতুর বাজার এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভেতরে শুক্রবার (১৩ মে) দুপুরে টিউবওয়েলের পাশে থাকা হাউজে পড়ে শাহাদাত হোসেন রাফি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুটিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসেন খান মৃত ঘোষণা করে।
নিহত রাফি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী আনোয়ার শিকদারের পুত্র।
জানা যায়, দুপুরের আগে কোনো এক সময় খেলতে খেলতে প্রকৌশল অধিদপ্তরের ভেতরের কুয়াতে পড়ে যায় রাফি। শিশুটিকে সকাল থেকে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে দুপুরে কুয়াতে পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে অচেতন অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ মৃত্যুর ঘটনায় নিহত শিশুটির পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পানির হাউজটির বিষয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কুয়ায় ঢাকনা দেয়ার ব্যবস্থা করেনি। তারা এ মৃত্যুর দায় এড়াতে পারে না।
এ ব্যাপারে অধিদপ্তরের প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন জানান, কুয়াটির উপর ঢাকনা দেয়ার জন্য অনেকবার উর্ধবতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আজ এ শিশুটির মৃত্যু হলো।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট বাংলাদেশ সময় ৯:০৫ এএম, ১৩ মে ২০১৬, শুক্রবার
ডিএইচ