Home / চাঁদপুর / চাঁদপুরে অভয়াশ্রমের প্রথম দিনে ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরে অভয়াশ্রমের প্রথম দিনে ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
ফাইল ছবি।

চাঁদপুরে অভয়াশ্রমের প্রথম দিনে ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

চাঁদপুরে ২ মাসের অভয়াশ্রমের প্রথম দিনে মেঘনা নদীর ল¹ী মারার চর এলাকা থেকে ৩লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্গীমারার চর মেঘনা পাড়ে জেলেদের নৌকা থেকে এসব কারেন্টজাল জব্দ করে সদর উপজেলা মৎস্য বিভাগ।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ জানান, অভয়াশ্রমের প্রথম দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুজ্জামানের নেতৃত্বে এবং নৌ-পুলিশের সহযোগিতায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় জেলেদের নৌকা থেকে ৩লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়। তবে কোন জেলেকে এ সময় পাওয়া যায়নি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, জব্দকৃত কারেন্টজালগুলো চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে এনে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। জাটকা রক্ষায় জেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস

 

|| আপডেট: ০৮:২৪ অপরাহ্ন, ০১ মার্চ ২০১৬, মঙ্গলবার

এমআরআর