চাঁদপুর

চাঁদপুরে অভিমানী যুবকের আত্মহত্যা

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। 

‎Friday, ‎03 ‎April, ‎2015  07:24:25 PM

আশিক বিন রহিম :

চাঁদপুর শহরের বিষ্ণুদি জিটি রোড়ে গলায় ফাঁস দিয়ে মানিক মিজি (৩২) নামের মাদকাসক্ত এক যুবক আত্মহত্যা করেছে।

শুক্রবার ভোরে বিষ্ণুদি জিটি রোড়ের মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

মানিক মিজি মাঝি বাড়ির বিল্লাল মিজির বড় ছেলে।

পুলিশসূত্রে জানা যায়, জিটি রোড় গাজী বাড়ির বিল্লাল মিঝির বড় ছেলে মানিক মিজি দীর্ঘদিন যাবত মাদক সেবনে আসক্ত ছিলো।

গত সাত মাস পূর্বে বহরিয়া স্লুইচগেট এলাকায় মাঝি বাড়ির আশ্রাফ আলীর মেয়ে পারভীনের সাথে পারিবারিকভাবেই মানিকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে বিভিন্ন প্রকার মাদক সেবন করে বাড়িতে গিয়ে বাবা মা ও তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতো।

গত দেড় মাস পূর্বে স্ত্রীকে শারীরিক নির্যাতন করার কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে আসে। বাবা মা তার স্ত্রীকে শশুর বাড়ি থেকে না আনায় কারণে পরিবারের সাথে অভিমান করে ঘটনার দিন ভোরে ঘরের আড়ার সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

শুক্রবার সকাল ৮টায় তার মা তফুরিননেছা ছেলেকে ঘুম থেকে জাগাতে গেলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে। মানিকের খালাতো ভাই জুম্মানের সাহায্যে জনালার গ্লাস ভেঙ্গে ঘরে ঢুকে মানিকের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দিলে চাঁদপুর মডেল থানার এসআই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দপুর মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর টাইমস : এম আর আর/আ বি র/২০১৫

Share