চাঁদপুর

চাঁদপুরে অভিন্ন নদী ও জনগণের অধিকার সংরক্ষণে কর্মশালা

চাঁদপুরে ট্রোসা প্রকল্প’র আওতায় অভিন্ন নদী ও জনগণের অধিকার সংরক্ষণ বিষয়ক প্রস্তুতি কর্মশালা বুধবার (২৫ এপ্রিল) স্থানীয় এক রেস্টুরেন্টে দুই দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সুশীল সমাজ প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী ও নদী কেন্দ্রীক প্রজেক্ট এলাকার ৩০জন নারী-পুরুষ অংশ গ্রহণ করে।

কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন অক্সফাম বাংলাদেশ এর প্রতিনিধি এনামুল মাজিদ সিদ্দিক খান, রিভারাইন পিপল এর প্রতিনিধি শেখ রোকন ও সিএনআরএস এর প্রতিনিধি মোখলেছুর রহমান সুমন। এছাড়াও নদী গবেষনার অভিজ্ঞতা বিনিময় করেন ব্র²্রপুত্র সুরক্ষা আন্দোলন এর আবুল কালাম আল আজাদ, বুড়িগঙ্গা ক্যাম্পেইন এর ফারুক আহমেদ, ডাকাতিয়া নদী সুরক্ষা কমিটির জিল্লুর রহমান, বালু নদী সুরক্ষা কমিটির সৈয়দ জুবায়ের রহমান, চাঁদপুর পরিবেশ আন্দোন কমিটির সভাপতি প্রফেসর মনোহর আলী, সাধারণ সম্পাদক আশিক খান, পুরাণবাজার ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক ও সনাক সদস্য শাহানারা বেগম, জেলা কান্ট্রি ফিশিং বোর্ড সতিমির সাধারণ সম্পাদক শাআলম মল্লিক, সাহিত্য ও সংবাদকর্মী আশিক বিন রহিম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রচীণ যুগ থেকেই নদীকে ঘিরে মানব সভ্যতা গড়ে উঠেছে। তাই আমাদের প্রয়োজনেই নদীকে রক্ষা করতে হবে। আমাদের বেঁচে থাকার জন্যই নদীকে দূষনের হাত থেকে রক্ষা সহ নদীর পাড় অবৈধ দখলের হাত থেকে রক্ষা করতে হবে। আমাদের ভবিষৎ প্রজন্মের কথা চিন্তা করেই নদী সুরক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

কর্মশালার সার্বিক তত্ত্ববধানে ছিলেন, সিএনআরএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আলাউদ্দিন, মনির হোসেন প্রমুখ।

কর্মশালার আয়োজনে ছিলো সিএনআরএস এবং সহযোগীতায়ী ছিলো অক্সফাম বাংলাদেশ ও রিভারাইন পিপল।

প্রতিবেদক- আশিক বিন রহিম

Share