Home / চাঁদপুর / চাঁদপুরে অভিনব কায়দায় প্রতারণা : নারী-পুরুষ আটক
চাঁদপুরে অভিনব কায়দায় প্রতারণা : নারী-পুরুষ আটক

চাঁদপুরে অভিনব কায়দায় প্রতারণা : নারী-পুরুষ আটক

চাঁদপুরে অভিনব কায়দায় প্রতারণাকারী ঢাকার মোহাম্মদপুর থেকে অজ্ঞান পার্টির দু’সদস্যকে আটক করেছে পুলিশ।

জানা যায়, চাঁদপুরের ওয়ারল্যাস এলাকায় গত ২ ডিসেম্বর ফরিদগঞ্জের বিউটি আক্তার বিথী নামে এক মহিলা বেড়াতে আসে। বাড়ির কর্তা মুক্তিযোদ্ধা সুলতান মিয়া ও আনোয়ারা বেগম তাকে যথারীতি আপ্যায়ন করে। ওইদিন সন্ধ্যায় সবার টিভি দেখার সময় বিউটি আক্তার বিথী চায়ের সাথে চেতনানাশক ঔষধ পান করিয়ে বাড়ির সবাইকে অজ্ঞান করে ঘরের আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, নগদ ৬০ হাজার টাকা পয়সা লুট করে পালিয়ে যায়। পরদিন অজ্ঞান অবস্থায় পার্শ্ববর্তী লোকজন তাদেরকে চাঁদপুর সদর হাসপাতাল ভর্তি করে।

এ ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন বিউটি আক্তার বিথীসহ তার কথিত স্বামী মনির হোসেন সুমন (রানা)কে শনিবার আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে ল্যাপটপ উদ্ধার করা হয়। তবে লুট করা অন্য মালামাল উদ্ধার করা যায়নি।

মো. জাবেদ হোসেন, ক্রাইম রিপোর্টার

|| আপডেট: ০২:২৬ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫, সোমবার

এমআরআর