আশিক বিন রহিম ও আনোয়ারুল হক | আপডেট: ০৮:১8 অপরাহ্ণ, ৩০ জুলাই ২০১৫, বৃহস্পতিবার
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অনৈতিক কাজের সময় শহরের আকবরী হোটেল থেকে আবারো ৮ তরুণ-তরুণী আটক করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ৩নং রামপুর ইউনিয়নের কামরাঙা গ্রামের সরর্দার বাড়ির মজিবুর রহমানের ছেলে রাজু (৩৫), শহরের বিষ্ণুদী এলাকার বেপারী বাড়ির মৃত আবুল হোসেন বেপারীর ছেলে বেলায়েত হোসেন (৪২), কল্যান্দি গ্রামের গাজি বাড়ির নাজির গাজির ছেলে আবু সুফিয়ান (২৪), হাইমচর উপজেলা আদর্শ গ্রামের সর্দার বাড়ির কামাল সর্দারের ছেলে আল-আমিন (১৮), একই উপজেলার চরভৈরবি গাজি বাড়ির ইউনুছ গাজির ছেলে কবির (১৮), উত্তর বড়কুল গ্রামের আলী প্রধানিয়ার মেয়ে ফাতেমা আক্তার (২০), হাজিগঞ্জ উপজেলার চৌমুহনী কাজি বাড়ির জাহঙ্গিরের স্ত্রী বিথি (২২), মতলব দক্ষিণ মধ্য দিঘলদি গ্রামের ফৈরদৌস প্রধানের মেয়ে তানিয়া আক্তার (২০)।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান চৌধুরী ও এএসআই মাহে আলম সংঙ্গীয় ফোর্স নিয়ে শহরের পতিতা ব্যবসার অন্যতম নিরাপদ স্থান বলে খ্যাত আকবরী হোটেলে অভিযান চালায়। এসময় অনৈতিক কাজ করার সময় ৮ যুবক-যুবতীকে হাতেনাতে আটক করে।
গোয়েন্দা পুলিশ আরো জানায়, তাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
শহরের আকবরী নামের এই হোটেলটিতে এর আগেও পুলিশ বেশ ক’বার অভিযান চালিয়ে অপ্রীতিকর অবস্থায় অনেক যুবক-যুবতিদের আটক করেছে। পুলিশ আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় তাদের এহেন অনৈতিক কর্মকান্ড কিছুতেই বন্ধ হচ্ছে না।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি