চাঁদপুরে অনন্যা নাট্যগোষ্ঠীর নাটক ’তোমরাই’ মঞ্চস্থ

‎Thursday, ‎07 ‎May, ‎2015  12: 29:11 PM

স্টাফ করেসপন্ডেন্ট:

অনন্যা’র বৈশাখী উৎসব উপলক্ষে চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন অনন্যা নাট্যাগোষ্ঠীর ‘তোমরাই’ নাটকটি মঞ্চস্থ হয়েছে। বুধবার সন্ধা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমীতে দু’দিনব্যাপী নাট্য প্রদর্শনীর প্রথম দিনে ‘তোমরাই’ নাটকটি মঞ্চস্থ হয়।

নাটকটির রচনায় ছিলেন আবদুল্লাহ আল মামুন এবং নির্দেশনায় ছিলেন হারুন আল রশিদ।

‘তোমরাই’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্যা নাট্যগোষ্ঠীর সদস্য মোঃ হানিফ, শহীদ পাটওয়ারী, চন্দন সরকার, বিএম সোবহান চুন্নু, মৃনাল সরকার, ভারতী মন্ডল, চাঁদপুর টাইমস সম্পাদক মিজানুর রহমান রানা, মানিক দাস, কামরুল ইসলাম, মুহাম্মদ আলমগীর, মোঃ হেলাল সুখ, মোঃ রোকনুজ্জামান, জয়রাম রায়, রুনা আক্তার আশা, শরীফুল ইসলাম, নুশরাত জাহান তন্বী, নুসরাত, আখলাকুল ইসলাম লাকুসহ আরো অনেকে।

নাটকটির নির্দেশনা সহকারী ছিলেন জসীম মেহেদী, আলো নিয়ন্ত্রণে ছিলেন বিশ্বনাথ চৌধুরী, শব্দ নিয়ন্ত্রণে কার্তিক সরকার এবং সহযোগিতায় ছিলেন দীপক ভট্টাচার্য, পীযুষ কান্তি রায় চৌধুরী, স্বপন সাহা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবিত্রী রানী ঘোষ এবং প্রযোজনা অধিকর্তা ছিলেন মৃণাল সরকার।

আজ ৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ইঙ্গিত নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটির প্রদর্শনী সংখ্যা ৬৩। সংগঠনের পক্ষ থেকে এ সাড়া জাগানো নাটকটি দেখার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। চাঁদপুর পৌর এলাকায় নাটকটি দেখার জন্য প্রচারণা চলছে।

চাঁদপুর টাইমস : ডিএইচ/2015

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :

https://www.facebook.com/chandpurtimesonline/likes

 

Share