চাঁদপুর পুলিশ প্রশাসনে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান যোগদান করেছেন।
রোববার (১৬ জুলাই) চাঁদপুর জেলা পুলিশে তিনি যোগদান করেছেন বলে চাঁদপুর পুলিশ মিডিয়া সেল পাঠানো এক মেইল বার্তায় জানানো হয়।
তাঁর জন্মস্থান সাতক্ষীরায়। ২৫তম বিসিএস (পুলিশ) এএসপি হিসেবে তিনি ২০০৬ সালের ২১ আগস্ট বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
কর্মজীবনে তিনি প্রথমে এএসপি হিসেবে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান, ঝালকাঠি সদর সার্কেল’এ দায়িত্ব পালন করেন।
২০১২ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি এবং প্রথমে পিবিআই, নাটোর জেলা পুলিশ, নৌ পুলিশ এবং দুইবার শান্তিরক্ষা মিশনে (MONUSCO, DR Congo ও UNMID, Darfur, Sudan) দায়িত্ব পালন করেন।
চাঁদপুর জেলায় দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রসঙ্গত, চাঁদপুরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বিদায় নেয়ার পর এ পদে মো. মিজানুর রহমান যোগদান করেন।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ১৭ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur