Home / চাঁদপুর / চাঁদপুরে অটোরিকশা চোর চক্রের মূল হোতাসহ ৪ সদস্য গ্রেফতার
অটোরিকশা

চাঁদপুরে অটোরিকশা চোর চক্রের মূল হোতাসহ ৪ সদস্য গ্রেফতার

চাঁদপুরে অটোরিকশা চোর চক্রের মূল হোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া অটোরিক্সাটি মতলব থেকে উদ্ধার করা হয়।

৮ জানুয়ারি রোববার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। চোর চক্রের মূল হোতা মনির আদালতে ১৬৪ ধারা স্বিকারোক্তিমূলক জবানবন্দিতে চুরির বিষয়ে স্বিকার করে বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন নেকবর আলী, মনির, হোসেন ও রিপন। তারা সকলে চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।

অটোরিক্সা চুরি হওয়ায় গত ৪ জানুয়ারি সাব্বির হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন। মামলা নং-৮।

চোর চক্রকে ধরতে অভিযানে নামে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। মামলার তদন্তের দায়িত্ব পান চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিন হোসেন। তাকে সহযোগিতা করেন এএসআই তসলিম হোসেন।

চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিন হোসেন বলেন, গত ৪ জানুয়ারী গাছতলা ব্রিজের কাছ থেকে অটোরিক্সা চুরি হওয়ায় ভুক্তভোগী থানায় মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ৭ জানুয়ারি শনিবার রাতে মতলব ব্রীজের কাছ থেকে নেকবর আলী কে অটোরিক্সাসহ গ্রেফতার করি। তার কাছে অটোরিক্সাটি রাখা হয়েছিল। পরে তার দেয়া তথ্য মতে মূল হোতা মনিরসহ অন্যদের গ্রেফতার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৯ জানুয়ারি ২০২৩