Thursday, 16 July, 2015 03:49:08 PM
স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:
চাঁদপুর-ঢাকার মধ্যে যাতায়াতকারী যাত্রীবাহী লঞ্চ এমভি সোনারতরীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে বিষমিশ্রিত খাবার খেয়ে মৃত্যু শয্যায় রায়পুরের আল-আমিন (১৯) এখন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লঞ্চে এই ঘটনা ঘটায় অজ্ঞানপার্টির সদস্যরা। আহত আল-আমিন লক্ষ্মীপুর জেলার রায়পুর সদর পোস্ট অফিস সংলগ্ন বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে। সে ঢাকায় একটি আবাসিক হোটেলের কর্মচারী।
মোরশেদের সহযোগী আল-আমিন চাঁদপুর টাইমসকে জানায়, সকাল সাড়ে ৭টায় সোনার তরী লঞ্চে উঠে। মোরশেদ দ্বিতীয় তলায় অবস্থান করছিলো। আল-আমিন তৃতীয় তলায় উঠার পর অনেকক্ষন নীচে নামেনি। পরে খোঁজতে গিয়ে লঞ্চের ডেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। চাঁদপুর ঘাটে লঞ্চ ভিড়লে তাৎক্ষনিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।’
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল হক চাঁদপুর টাইমসকে জানায়, আল-আমিনের অবস্থা খুবই গুরুতর। তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ্য হতে কয়েকদিন সময় লাগবে।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।