চাঁদপুর অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নিয়ে ব্যাংকের এটিএম শাখার অনলাইন সম্পর্কে করণীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় শহরের জেএম সেনগুপ্ত রোডে চাঁদপুর আঞ্চলিক অগ্রণী ব্যাংক কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. খাইরুল কবির।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘জনগণের সেবায় দেশের অনেক ব্যাংকের তুলনায় অগ্রণী ব্যংক এগিয়ে রয়েছে। উন্নয়ন অগ্রযাত্রার মহাসড়কে এগিয়ে যাচ্ছে এ ব্যাংক। সকল সেবার কর্মক্রমে সবাইকে আরো বেশি করে কাজ করতে হবে।’ তিনি আরো বলেন ‘অনলাইন ব্যংকিংয়ের ক্ষেত্রে অগ্রণী ব্যাংক ব্যাপক কাজ করে যাচ্ছে। সকল সেবায় গ্রাহকদের মন জয় করে সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে অগ্রণী ব্যাংক।
চাঁদপুর আঞ্চলিক অগ্রণী ব্যাংকের এজিএম মিসেস গীতা মজুমদারে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (আইটি) মো. সফিকুর রহমান সাদিক, উপ-মহা ব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) কার্ড ডিভিশন মো. সিদ্দিকুর রহমান।
সিনিয়র অফিসার মো. আবু তাহের পাটওয়ারীর পরিচালনায় প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল আফিসার (পিও) মো. নজরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় জেলা অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রতিবেদক : শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur