চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোড হরিজন সুইপার কলোনিতে অগ্নিদগ্ধ ৩ জনের মধ্যে শনিবার ৩১ ডিসেম্বর সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুনিল হরিজন নামের ১ জনের মৃত্যু হয়েছে।
সুনিল হরিজন ১৮ শহরের স্বর্ণখোলা রোডের হরিজন সুইফার কলোনির রবি হরিজনের ছেলে।
অগ্নিদগ্ধ শিশু বীর হরিজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে রয়েছে বলে পরিবারের স্বজনরা জানিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ঘরের মধ্যে আগুন পোহানোর সময় শিশু বিরকে বাচাঁতে গিয়ে সুনিল হরিজন ও বিধান হরিজন অগ্নিদদ্ধ হয়। বিধান হরিজন প্রাথমিক সেবা নিলেও আশংকাজনক অবস্থায় সুনিল ও বিরকে ঢাকায় প্রেরণ করা হয়।

হত বিধান হরিজন জানায়, ‘প্রতিদিনের মতো কাজের থেকে এসে পরিবারের সবাই মিলে আগুন রাখা পাত্রের মধ্যে গরম পোহানোর সময় শিশু বির হরিজনের মুখে আগুন ধরে যায়, শিশুটির চিৎকারে সুনিল হরিজন জার্সি পরা অবস্থায় ছুটে এসে উদ্ধার করতে গেলে জার্সি থেকে তার শরীরেও আগুন লেগে যায়।’
মাজহারুল ইসলাম অনিক
।। আপডটে, বাংলাদশে সময় ৬ : ০০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur