Home / চাঁদপুর / চাঁদপুরে অগ্নিকান্ডের স্থান পরিদর্শনে পুলিশ সুপার শামসুন্নাহার
চাঁদপুরে অগ্নিকান্ডের স্থান পরিদর্শনে পুলিশ সুপার শামসুন্নাহার
অন্যান্য কর্মকর্তাদের সাথে চাঁদপুর বঙ্গবন্ধু সড়কের অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করছেন পুলিশ সুপার শামসুন্নাহার

চাঁদপুরে অগ্নিকান্ডের স্থান পরিদর্শনে পুলিশ সুপার শামসুন্নাহার

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের যমুনা অয়েল এজেন্সীর গোডাউনে সেলিনা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের স্থান পরিদর্শনে গেলেন পুলিশ সুপার শামসুন্নাহার। তিনি ২ সেপ্টম্বর শুক্রবার বিকেলে ওই এলাকায় গিয়ে অগ্নিকান্ডের বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে অগ্নিকাণ্ডের বিষয়ে খোঁজ খবর নেন এবং পুড়ে যাওয়া সেলিনা ভিলার ভেতরের অংশ ঘুরে ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, এএসপি হেড কোয়ার্টার শাকিল আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ অলিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

তবে ঘটনার দিন পুলিশ সুপার ঢাকায় ছিলেন বলে একটি সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, গত বুধবার (৩১ সেপ্টেম্বর) গভীর রাতে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে একটি তেলের লরি বিস্ফোরিত হয়ে ভবনসহ আসপাশের এলকায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অসংখ্য আহত হয়েছেন।

এ ঘটনায় তদন্ত চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অপর দু’সদস্যরা হলেন এএসপি (সদর সার্কেল) মো. নজরুল ইসলাম ও ফায়ার সার্ভিস উত্তরের সিনিয় স্টেশন অফিসার ফারুক আহমেদ।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনছেন পুলিশ সুপার শামসুন্নাহার- ছবি : চাঁদপুর টাইমস

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনছেন পুলিশ সুপার শামসুন্নাহার- ছবি : চাঁদপুর টাইমস

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

চাঁদপুরে অগ্নিকান্ডের স্থান পরিদর্শনে পুলিশ সুপার শামসুন্নাহার

About The Author

প্রতিবেদক- কবির হোসেন মিজি

Leave a Reply