Home / চাঁদপুর / চাঁদপুরে আরো ৪০ জনের করোনা শনাক্ত
আইসোলেশনে

চাঁদপুরে আরো ৪০ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে শুক্রবার আরো ৪০জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২০জন, হাইমচরের ৪জন, মতলব দক্ষিণের ৬জন, ফরিদগঞ্জের ৫জন, হাজীগঞ্জের ১জন ও শাহরাস্তির ৪জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২২জন। আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা ৬৭জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, শুক্রবার (১৭ জুলাই) ১২৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪০টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৮৪টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮২২জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৪৩জন, ফরিদগঞ্জে ১৭১জন, মতলব দক্ষিণে ১৬৫জন, শাহরাস্তিতে ১৪৫জন, হাজীগঞ্জে ১৩৫জন, হাইমচরে ১১০জন, মতলব উত্তরে ৯৪জন ও কচুয়ায় ৫৯জন।

জেলায় মোট ৬৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট ১৭ জুলাই ২০২০