চাঁদপুর

চাঁদপুরের ৭ পৌরসভায় ১০ হাজার ভোক্তাকে ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু

‘শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ’এ শ্লোগানে সারা দেশের ন্যায় চাঁদপুরের ৭টি পৌরসভার ভোক্তাগনের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু
হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এ চাল বিতরণ করা হচ্ছে।

এতে ১০ হাজার ভোক্তা ও তালিকাভূক্ত পরিবারকে ৪৭ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে ২৯ এপ্রিল এ তথ্য জানা গেছে ।

২৮ এপ্রিল মঙ্গলবার থেকে একজন ভোক্তা ১৮ টাকা কেজি মূল্যে ১০ কেজি করে চাল ক্রয় করতে পারবে । সপ্তাহের রোববার,মঙ্গলবার ও বৃহস্পতিবার এ চাল কেবলমাত্র চাঁদপুরের পৌরসভাগুলোতে ভোক্তাগণ এ সুযোগ পাবে । তবে চাঁদপুর পৌরসভার ভোক্তাগণ পাবে ৫ কেজি করে। চাঁদপুর জেলায় ৩৯ জন ডিলারের মাধ্যমে ১০ হাজার ভোক্তা ও তালিকাভূক্ত পরিবারের মাঝে ১৮ টাকা কেজি করে এ চাল প্রদান কার্যক্রম চলছে ।

প্রাপ্ত তথ্য মতে , চাঁদপুর পৌরসভায় ৬ হাজার ভোক্তার জন্যে ১২০ মে.টন , হাজীগঞ্জ পৌরসভায় ১ হাজার ৮ শ তালিকাভূক্ত পরিবারের জন্যে ৩৬ মে.টন , ফরিদগঞ্জ পৌরসভায় ১ হাজার ২ শ তালিকাভূক্ত পরিবারের জন্যে ২৪ মে.টন , শাহরাস্তি পৌরসভায় ১ হাজার ৮ শ তালিকাভূক্ত পরিবারের জন্যে ৩৬ মে.টন ,

কচুয়া পৌরসভায় ১ হাজার ৮ শ তালিকাভূক্ত পরিবারের জন্যে ৩৬ মে.টন , ছেংগারচর পৌরসভায় ১ হাজার ৮ শ তালিকাভূক্ত পরিবারের জন্যে ৩৬ মে.টন ,
মতলব পৌরসভায় ১ হাজার ৮ শ তালিকাভূক্ত পরিবারের জন্যে ৩৬ মে.টন চাল বরাদ্দ রয়েছে ।

আবদুল গনি , ২৯ এপ্রিল ২০২০[/one_sixth]

Share