চাঁদপুরের ৫ আসনে প্রার্থী-ভোটার-ভোটকেন্দ্র-কক্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ,রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ এবং তফসিল ঘোষণা করা হয় চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।
নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইসি জানিয়েছে-তফসিল ঘোষণার দু’ মাস আগে হেলিকপ্টারের সহায়তার প্রয়োজন হবে এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র,কক্ষসংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড এ যাত্রা শুরু করে। এর ঘোষণা করা হয়েছে তফসিল। তফসিলের শেষ ধাপ আজ ২১ জানুয়ারি শেষ হয়।
২১ জানুয়ারি বুধবার প্রতীক বরাদ্দ এর পর পর প্রার্থীদের প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়। সে মতেই সারাদেশের ন্যায় চাঁদপুরের ৫টি আসনও এখন সাজ সাজ রব। এ দিকে চাঁদপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীদের মতবিনিময় ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয় ২১ জানুয়ারি।
প্রতীক বরাদ্দের পূর্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.নাজমুল ইসলাম সরকার, চাঁদপুর পুলিশ সুপার মো.রবিউল হাসান, নৌ-পুলিশ সুপার চাঁদপুর মোহাম্মদ মুশফিকুর রহমান,জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর উজালা রাণী চাকমা, উপজেলা নির্বাহী অফিসার,সদর,এস.এম.এন জামিউল হিকমা,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।
বর্ণিত মতবিনিময় সভায় আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনি আচারণ বিধি,প্রচার প্রচারণা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের বিভিন্ন দিক নিদর্শন প্রদান করা হয়। গণভোটে ভোটারদের উৎসাহ এবং উপস্থিততে সরকার সকল ধরনের সহায়তা প্রদান করবে জানিয়ে প্রতীক বরাদ্দ করা হয়।
চাঁদপুরের জেলা প্রশাসন, নির্বাচন কমিশন,উপজেলা প্রশাসন,পুলিশ আনসার-ভিডিপি, সেনাবাহিনী,বিজেবি ও অন্যান্য আইন-শৃংকলা বাহিনীকে ঢেলে সাজানোর পর্ব চূড়ান্তের পথে এগিয়ে যাচ্ছে। জেলা-প্রশাসকও রিটার্ণিং অফিসার ইতোমধ্যেই সকল উপজেলাসমূহে সভা-আলোচনা-মতামত আদান-প্রদান শেষ করেছেন।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলার ভোটার সংখ্যা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বশেষ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২শ ৩৫ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার।
এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮শ ৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬শ ৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন। প্রার্থী ৩৫ জন। কেন্দ্র ৭শ ৬ এবং কক্ষ ৪ হাজার ২শ ৬০টি।
চাঁদপুরের ৫ আসনে প্রার্থী হচ্ছেন-৩৫ জন। প্রতি ৬শ পুরুষ ভোটারের জন্যে ১টি করে কক্ষ ও ৫শ নারী ভোটারের জন্যে ১টি করে কক্ষ থাকবে। সে মতে চাঁদপুরের ৫টি আসনে কেন্দ্র-৭শ ৬টি এবং কক্ষের সংখ্যা ৪ হাজার ২শ ৬০টি।
প্রাপ্ত পরিসংখ্যান মতে-চাঁদপুরের ৫টি আসনে প্রতিটি কেন্দ্রে ১ জন করে প্রিজাইডিং অফিসার, প্রতিটি কক্ষে ১ জন করে সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন করে পোলিং অফিসার, প্রতি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের ১ জন গানম্যান, ৫ জন পুলিশ ও ১০ আনসার-ভিডিপি সদস্য-সদস্যা এবং ২ জন গ্রাম পুলিশ ভোট গ্রহণ কাজে নিয়োজিত থাকবেন। সে মোতাবেক ৭শ ৬ জন প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ২শ ৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮ হাজার ৫শ ২০ জন পুলিশ,আনসার ও ভিডিপি সদস্য এবং ১ হাজার ৪শ ১২ জন গ্রাম পুলিশ থাকবে।
এ ছাড়াও নির্বাচন চলাকালে স্ট্্রাইকিং ফোর্সে বিজিবি ও সেনাবাহিনীর টহল থাকবে। আরো থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত।
আবদুল গনি
৩১ জানুয়ারি ২০২৬
এ জি