Home / চাঁদপুর / চাঁদপুরের ৫ পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী যারা
চাঁদপুরের ৫ পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী যারা

চাঁদপুরের ৫ পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী যারা

চাঁদপুর জেলার ৫ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রার্থীদের এ নামের তালিকা প্রকাশ করা হয়।

এঁরা হলেন : মতলব পৌরসভায় এনামুল হক বাদল, হাজীগঞ্জ পৌরসভায় আব্দুল মান্নান খান (বাচ্চু), কচুয়া পৌরসভায় মোঃ হুমায়ূন কবির প্রধান, ফরিদগঞ্জ পৌরসভায় মোঃ হারুন-অর-রশিদ ও ছেংগারচর পৌরসভায় সারোয়ারুল আবেদীন।
গতকাল

চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এ তথ্য জানিয়েছেন। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল ৩ ডিসেম্বর। ৫ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এই প্রথমবারের মতো পৌর নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে। তবে কাউন্সিলর নির্বাচন পূর্বের মতোই নির্দলীয়ভাবে হবে।

নিউজ ডেস্ক :  ।। আপডেট : ০২:৪৪ পিএম, ০২ ডিসেম্বর ২০১৫, বুধবার

ডিএইচ