চাঁদপুর

চাঁদপুরের ৩ স্থানে উপ-নির্বাচন : প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নবগঠিত দ্বাদশগ্রাম ইউনিয়নের সাধারণ নির্বাচন ,হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত ও মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউানয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ- নির্বাচন আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে ।

এ উপলক্ষে জেলা প্রশাসনের সাথে প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা সোমবার (৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান প্রার্থীদের আশ্বস্ত করে বলেন ,‘আমরা আশা রাখি শান্তিপূর্ন ভাবে নির্বাচনে অনুষ্ঠিত হবে । অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে।পাশাপাশি কেউ যদি নিবাচনী আচরন না মেনে চলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই আপনারা জনগণদের শান্তি পূর্ণ নিবাচন উপহার দিবেন। যদি কোন প্রার্থী দল বা নিজ বাহুবল প্রয়োগ করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনপুলিশ সুপার শামসুন্নাহার , জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান , স্থানীয় সরকারের উপ পরিচালক মো:মঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ) মোহাম্মদ শওকত ওসমান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া,মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ,হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম ,জেলা আনসার ও ভিডিপি কমান্ডার এএসএম আজিম উদ্দিন প্রমুখ।

এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রাথীরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট

Share