Home / চাঁদপুর / চাঁদপুরের ৩১টি শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
শহীদের

চাঁদপুরের ৩১টি শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

চাঁদপুর জেলায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে শ্রদ্ধা, স্মরণ ও সম্মানের সাথে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জেলার সম্মানিত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়।

৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মোহসীন উদ্দিন মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়।
শহীদের

জেলা পুলিশ সুপার মুহাম্মদ রকিব উদ্দিন (পিপিএম) বলেছেন, আমি প্রথমেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। চাঁদপুর জেলায় আজ ৩১টি শহীদের কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। একই সঙ্গে দিবসটি যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি কবরস্থানে পুলিশি পাহারা রয়েছে।

পরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতে অংশ নেয়—নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা রেলওয়ে থানা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত এবং অংশগ্রহণকারী সম্মুখসারির বীরদের সম্মিলন ও সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্টাফ করেসপন্ডেট/ ৫ আগস্ট ২০২৫