চাঁদপুর

সৌদিতে ১৭০ দেশের প্রতিযোগিতায় চাঁদপুরের শিশু হাফেজের তেলাওয়াত

চাঁদপুরের কৃতি সন্তান ইয়াকুব হোসেন তাজ। বয়স মাত্র ৯ বছর। তাও আবার পুরো ৩০ পারা কোরআনের হাফেজ হয়েছেন ১ বছর ৭ মাসে।

এ কৃতিবান শিশুটি ঢাকা তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র। সে ইসলামিক ফাউন্ডেশনের বাছাইয়ে গত মে মাসে নির্বাচিত হন।

তাঁর সম্পর্কে প্রখ্যাত কারী তাওহীদ বিন আল লাওহরী জানান, ‘সৌদিতে অনুষ্ঠিত হিফযুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি কনিষ্ঠ হাফেজ ইয়াকুব হোসাইন তাজ। তার সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করি ইয়া আল্লাহ্‌ সকল মুছলিম ভাইদের ঘরে ঘরে এমন সন্তান দান করো।’

প্রসঙ্গত, সৌদি আরবের মক্কা নগরীতে ৩৮তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে হাফেজ ইয়াকুব ১৮ অক্টোবর সৌদি আরব পৌঁছান।

গত শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই কুরআন প্রতিযোগিতা। ১৭০টি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন এ প্রতিযোগিতায়। প্রতিযোগিতা শেষ হবে ২৮ অক্টোবর শুক্রবার।

এবারের কোরআন প্রতিযোগিতায় ১৫ পারা গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে ৯ বছর বয়সী কিশোর চাঁদপুরের হাফেজ ইয়াকুব হোসাইন তাজ।

এ সংক্রান্ত আগের প্রতিবেদনটি দেখুন….সৌদিতে কোরআন প্রতিযোগিতায় চাঁদপুরের হাফেজ ইয়াকুব
ফেসবুক…..

About The Author

প্রতিবেদক- সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট
Share