হাজীগঞ্জ

হাজীগঞ্জে ১৮ দিনের যমজ শিশুদের রেখে বিদ্যুৎস্পৃষ্ট্রে শ্রমিকের করুণ মৃত্যু

মাত্র ১৮ দিনের যমজ সন্তান রেখে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক পিতার করুণ মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১০ জুলাই) দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর বাজারের শাহাজালাল বেকারি বিস্কুট বিদ্যুৎস্পৃষ্টে এ মৃত্যুর ঘটনা ঘটে।

শ্রমিক বোরহান (৩৫) নিহত শ্রমিক বোরহান শাহরাস্তি পৌর এলাকার কাজীর কামতা গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

পরে হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবার সূত্র জানা যায়, পরিবারের বড় ছেলে বোরহান ছোট বেলা থেকে যৌথ সংস্বারের হাল ধরেন। গত দুই বছর পূর্বে বিয়ে করলে গত ২২ জুন তাদের ঘর আলোকিত করে জোড় সন্তান জন্ম নেয়। সন্তানের নাম না রেখে ১৮ দিনের মাথায় বেকারি শ্রমিকের এ করুণ মৃত্যুতে এতিম হলেন অবুঝ জোড় সন্তানরা।

মৃত্যুর খবর শুনে নিহতের ছোট ভাই সাগর ছুটে আসলে কথা হয় তার সাথে। কান্না কণ্ঠে বলেন, ‘মাত্র ১৮ দিনের জোড় সন্তান রেখে আমার ভাই পৃথিবী থেকে এভাবে চলে যাবে তা মানতে পারছি না।’

স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ প্রশাসনের সহযোগিতায় বেকারি মালিক পক্ষের সাথে ক্ষতিপূরণ বাবদ অর্থ বরাদ্ধের ব্যবস্থা করা হয়েছে।’

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, ‘নিহত শ্রমিকের লাশ থানায় আছে, বেকারি মালিক পক্ষের কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা নিহতের পরিবার পাবে এ মর্মে লিখিত রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আনোয়ারুল আজিম বলেন,‘ হাসপাতালে আনার পূর্বেই বোরহান নামক যুবকের মৃত্যু হয়েছে।’

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
১০ জুলাই ২০১৯

Share