মেঘনায় মৎস্য অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর হাইমচরে জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার আলগী দূর্গাপুর (উ.) ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সমর কান্তি বসাক।
পর্যায়ক্রমে এ উপজেলার সকল ইউনিয়নে চাল বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক জানান, জেলেদের মাঝে চাল বিতরণ কর্মসূচি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাছাড়া দু’মাসের অভয়াশ্রম চলাকালীন সময়ে কোনো জেলে যাতে নদীতে না নামে সে বিষয়ে তাদের সচেতন ও সতর্ক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি নদীতে নামে তবে তাদের জেলে কার্ড বাতিল করা সহ কঠোর শাস্তি দেয়া হবে।’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির আহমেদ পাটওয়ারী জানান, ‘এ ইউনিয়নে নিবন্ধিত ৩১ হাজার ৩৮ জন জেলে রয়েছে। তাদের মাঝে ৪ ধাপে ৪০ কেজি করে চাল বিতরণ করা হবে। এ সময় টেক অফিসারসহ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাচ্চু খান, ইউপি সচিব মো.আজহারুল ইসলাম, মো.মিজানুর রহমান,আলমগীর হোসেন,আবুল হোসেন, নজির আহমেদসহ অন্যান্য ইউপি সদস্যগণ।
প্রতিবেদক : আশিক বিন রহিম
৫ মার্চ ২০১৯