চাঁদপুর

চাঁদপুরের স্যানিটেশন সফলতা ৯৬ ভাগ : পিছিয়ে হাইমচর

চাঁদপুরের সব উপজেলাগুলোর স্যানিটেশন গড় সফলতা ৯৬ ভাগ । এর মধ্যে পিছিয়ে রয়েছে হাইমচর উপজেলা।

প্রথমে ২০০৩ সালের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেশব্যাপি জরিপের রিপোর্ট মতে, চাঁদপুরের ৮ উপজেলার ৭৯ ইউনিয়নে পরিবারের সংখ্যা ছিল ৩ লাখ ২০ টি। তখন স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬০ হাজার ৮ শ’৭৬ টি পরিবার ।

পরবর্তীতে ২০১১ সালের জাতীয় আদমশুমারি অনুযায়ী চাঁদপুরের সব উপজেলাাগুলোর পরিবারের সংখ্যা আগস্ট ২০১৬ পর্যন্ত দাঁড়ায় ৪ লাখ ৩২ হাজার ২ শ’ ৬০ টি।

২০১১ সাল থেকে ডিপিএইচ ই, স্ব স্ব ইউনিয়নের ২০% উন্নয়ন কাজের তহবিল কর্তৃক, এনজিও, পারিবারিক বা ব্যক্তিগত উদ্যোগে ও কমিউনিটি কর্তৃক স্থাপিত বা নির্মিত স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা ৭ বছরে ২ লাখ ৩৭ হাজার ৭ শ’২০ টি বৃদ্ধি পেয়ে পরিবারের সংখ্যা দাড়াঁয় ৪ লাখ ১৮ হাজার ৫ শ’ ৯৬ টি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাদঁপুরের দেয়া তথ্য মতে, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আগস্ট ২০১৬ পর্যন্ত চাঁদপুরের উপজেলাগুলোর মধ্যে চাঁদপুরর সদরের পরিবারের সংখ্যা ৬৪ হাজার ৮৭টি । এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৬১ হাজার ৬শ’ ৯৪ টি পরিবার । যার হার ৯৬.২৭ %।

কচুয়া উপজেলার পরিবারের সংখ্যা ৭১হাজার ৫শ’ ১৭ । এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৬৯ হাজার ৯শ’ ৬০টি পরিবার । যার অর্জনের হার ৯৭.৮২ %।

শাহরাস্তি উপজেলার পরিবারের সংখ্যা ৪০ হাজার ৩শ’ ২৮ টি । এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৩৮ হাজার ৯শ’৬৪ টি পরিবার । যার হার ৯৬ .৬৩%।

ফরিদগঞ্জ উপজেলার পরিবারের সংখ্যা ৮৪ হাজার ৭শ’ ৬৬ টি। এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৮৪ হাজার ৪ শ’ ২২ টি পরিবার । যার হার ৯৯. ৬০ %।

হাজীগঞ্জ উপজেলার পরিবারের সংখ্যা ৫০ হাজার ১৮ টি । এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৪৭ হাজার ৯শ’ ৪ টি পরিবার । যার হার ৯৫.৭৭%।

মতলব দক্ষিণের পরিবারের সংখ্যা ৩৭ হাজার ৭ টি। এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৩৬ হাজার ৭৮শ’ ৫ টি পরিবার । যার হার ৯৮.৩৭ %।

মতলব উত্তর উপজেলার পরিবারের সংখ্যা ৫৯ হাজার ৬ শ’ ৬ টি। এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৫৮ হাজার ৯৭ টি পরিবার । যার হার ৯৭.৪৭%।

প্রাপ্ত পরিসংখ্যান মতে,স্যানিটেশন অর্জনের দিক থেকে এগিয়ে রয়েছে ফরিদগঞ্জ উপজেলাএবং সবচেয়ে পিছিয়ে রয়েছে হাইমচর উপজেলা । বিশেষ করে পৌরসভার শহরতলি বা পল্লী এলাকায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের পরিস্থিতি সর্বদাই নাজুক পরিস্থিতিতে বিরাজ করছে ।

এ ছাড়াও যৌথ পরিবারগুলো পারিবারিক কারণে একান্নভুক্ত পরিবারে পরিণত হওয়ায় স্যানিটেশন পরিসংখ্যানের পরিবর্তনও হচ্ছে।

: আপডেট, বাংলাদেশ সময় ০৮:৫০ পিএম, ০৮ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

চাঁদপুরের স্যানিটেশন সফলতা ৯৬ ভাগ : পিছিয়ে হাইমচর

About The Author

প্রতিবেদক- আবদুল গনি
Share