চাঁদপুর সদর

চাঁদপুরের স্থগিত ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও লক্ষ্মীপুর ইউপি নির্বাচনসহ সদর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদের ৬ কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করেছে। বন্ধ থাকা ৪ ইউনিয়নের ৬ ভোট কেন্দ্রের মধ্যে রয়েছে রামপুর ইউনিয়নের স্থগিত ৪নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ড এ দুটি ওয়ার্ডের মোট ভোটর সংখ্যা ৩ হাজার ৩শ’ ৬৮জন।

মৈশাদী ইউনিয়নে স্থগিত ৯নং ওয়ার্ডের ভোটর সংখ্যা ১হাজার ২শ’ ৯৮ জন। কল্যাণপুর ইউনিয়ন পরিষদের স্থগিত ৩ নং ওয়ার্ডের ভোটর সংখ্যা ১ হাজার ৪শ’ ৯০ জন। ১২ নং চান্দ্রা ইউনিয়নের স্থাগিত যে দুটি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে, তার মধ্যে ৪নং ওয়ার্ড ও ৭নং ওয়র্ডের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭শ’ ৪৪ জন। এখানে সংরক্ষিত আসনের ৫জন প্রার্থী ও সাধারণ মেম্বার পদে ১১জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন।

অপরদিকে সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৬৪ বুথে মোট ২২ হাজার ৫শ’ ৮১ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।

এর মধ্যে পুরুষ ভোটরের সংখ্যা ১১ হাজার ৯শ’ ২৮ ও মহিলা ভোটার সংখ্যা ১০ হাজার ৬শ’ ৫৩ জন।

চাঁদপুরের স্থগিত ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম
Share