চাঁদপুর টাইমস এক্সক্লুসিভ ডেস্ক:
চাঁদপুরের সেকদী গ্রামে শ্রীলংকান বধূর ভিডিওটি নিয়ে অনলাইন দুনিয়ায় অনেকটা তোলপাড় সৃষ্টি হয়েছে।
ঘটনা ঘটে, যারা ঘটায়, প্রত্যক্ষভাবে আমরা শুধু তাদেরই দৃশ্যমান করে তুলি। কিন্তু পর্দার অন্তরালে যারা এর পরিকল্পনার ছক আঁকেন ও ঘটে যাওয়া যে কোন ঘটনাকে আরো জটিল করে তোলেন তাদের বিষয়ে মোটেও ধারণা রাখি না এবং জানতেও চাই না।
আবার যারা এরকম ঘটনা উন্মোচন করেন কিংবা চেষ্টা করেন তাদেরও দেখা হয় বাঁকা চোখে, এর কারণই বা কি? এমন প্রশ্ন হয়তো জেগে উঠতে পারে অনেকের মনে। সমাধান না হলেও কিছুটা উপায় হয়তো এই ভিডিওটি খুজে দিতে পারে।
যে ভিউিওটি না দেখে উপায় নেই কারণ এ অভিজ্ঞতা আপনারও প্রয়োজন হতে পারে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur