চাঁদপুরের সিভিল সার্জন ডা. রথিন্দ্র নাথ মজুমদারকে বিদায় ও নবাগত সিভিল সার্জন ডা. মো. সাইফুর রহমানকে বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বরণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে ফুল দিয়ে তাদের বিদায় ও বরণ করে নেয়া হয়।
বিদায়ী সিভিল সার্জন ডা. রথিন্দ্র নাথ মজুমদার তার বক্তব্যে বলেন, ‘চাকরির নিয়মে আমাদের সবাইকে একদিন বদলি হতে হয়। আমি ভোলায় বদলি হয়ে যাচ্ছি। তবে আমি যেখানেই থাকি না কেনো আপনাদের কথা চিরদিন আমার হৃদয়ে থাকবে।’
তিনি বলেন, ‘আমি যে শহরে কাজ করি না কোনো, আমার নিজ শহর মনে করে কাজ করি। চাঁদপুরে অনেক ভালোভাবে কাজ করতে পেরেছি। এ জেলার সকল কর্মকর্তারা আমার স্বজনের মতো কাজ করেছে। তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে।’
সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আশরাফ আহমেদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. প্রদিপ কুমার দত্ত, বি এম এ জেলা শাখার সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুননবী মাসুম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. নুরুল হুদা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান, শাহারাস্তি স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মানিক লাল সাহা, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা মেডিক্যাল ডা. আসাদুজ্জামান প্রমুখ।
এসময় সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur