আশিক বিন রহিম :
‘চাঁদপুরের সাংবাদিকদের জন্য আজ থেকেই একটি মিডিয়া সেন্টার তথা মিডিয়া সেল গঠন করা হবে’ বলে জানিয়েছেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার শামসুন্নাহার বেগম।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার শামসুন্নাহার বেগম এ খবরটি জানান।
চাঁদপুর জেলা পুলিশ সুপারের সভাকক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘এখন থেকে সাংবাদিকদের কোনো তথ্য পেতে আর বেগ পেতে হবে না। আমি আজ থেকে একটি মিডিয়া সেন্টার তথা মিডিয়া সেল গঠন করে দেবো। সেখান থেকে আপনারা তথ্য পাবেন। এছাড়াও যে কোনো তথ্যের জন্যে আপনারা আমার দ্বারস্থ হতে পারেন। আপনারা ভাববেন না আমি একজন নারী পুলিশ বলে রাত ৩টা বাজে আপনাদের ফোন রিসিভ করতে পারবো না। আপনারা যে কোনো তথ্যের জন্যে আমাকে ফোন দেবেন।’
তিনি বলেন, ‘পুলিশ এবং সাংবাদিক একে অন্যের পরিপূরক। অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে আপনাদের শক্তি আনেক বড়। কারণ আপনারা স্বাধীন। আমাদের কোনো কোনো যায়গায় নিয়ম- নীতিতে আবদ্ধ থাকতে হয়। আসুন আমরা দু’য়ে মিলে একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলি।’
আপডেট : বাংলাদেশ সময় ১১:৪০ অপরাহ্ন, ১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।