চাঁদপুরের কিংবদন্তীতুল্য প্রবীণ সাংবাদিক, স্বাধীনতােত্তর চাঁদপুর মহকুমা থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক চাঁদপুর বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মিয়া মুহাম্মদ আবদুল খালেক আর বেঁচে নেই।
তিনি ৬ ফেব্রুয়ারি রােববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে চাঁদপুর শহরের বিষ্ণুদী রােডস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি……. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও নাতি- নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী
হােসনেয়ারা বেগম হাসু ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েমৃত্যুবরণ করেন। তাঁর নামাজে জানাজা আজ সােমবার বাদ জোহর বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত
হবে।
মিয়া মুহম্মদ আব্দুল খালেক স্বাধীনতােত্তর চাঁদপুর
মহকুমা থেকে প্রথম প্রকাশিত সাপ্তাহিক চাঁদপুর বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন। পাশাপাশি তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। সর্বশেষ তিনি বিষ্ণুদী ইসলামিয়া আলিম
মাদ্রাসায় শিক্ষকতা করেন। এখান থেকে অবসর গ্রহণের পর তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করতেন এবং বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন এবং লেখালেখি প্রায় ছেড়ে দেন।
মিয়া মুহম্মদ আব্দুল খালেক ১৯৪৩ সালের ১৩ মার্চ জন্মগ্রহণ করেন। সাংবাদিকতায় তিনি ছিলেন সাহসী ও প্রতিবাদী চরিত্রের অধিকারী। এজন্য বারবার রােষানলে পড়েন বিভিন্ন মহলের এবং মামলার শিকার হয়ে হুলিয়া মাথায় নিয়ে ঘুরে বেড়ান দেশের বিভিন্ন স্থানে। আশির দশকের শেষ দিকে তাঁর পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেন তৎকালীন জেলা প্রশাসক এসএম শামসুল আলম।
তাঁর জীবন সায়াহ্নে তাঁর পাশে অর্থসহ বিভিন্ন সহায়তা নিয়ে এগিয়ে আসে চাঁদপুর প্রেসক্লাব ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। তাঁকে চাঁদপুরের বিভিন্ন পত্রিকা ও সংগঠন সম্মাননা প্রদান করে।
প্রতিবেদকঃ আশিক বিন রহিম, ৭ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur