চাঁদপুর

চাঁদপুরের সব উপজেলায় অটোমেশন পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়রম্যান (সচিব) পবন চৌধুরী বলেছেন, “দেশের সকল ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ছোঁয়া লেগেছে এবং উন্নয়নের ধারাবাহিকতায় ব্যাপক পরিবর্তন এসেছে। তারই সাথে দ্রুত সেবা নিশ্চিত করতে অটোমেশন পদ্ধতিতে ভূমি ব্যবস্থপনা কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় এ পদ্ধতি চালু হয়েছে। চাঁদপুর জেলার উপজেলা পর্যায় থেকে এখন মানুষ এ সেবা ঘরে বসেই নিতে পারবে।”

তিনি শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় চাঁদপুর জেলা প্রশাসকের আয়োজনে সার্কিট হাউজে অনলাইনের মাধ্যমে চাঁদপুর জেলার সকল উপজেলায় অটোমেশন পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “এ কার্যক্রমের সাথে কর্মকর্তা হিসেবে জড়িত রয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তাগণ। তারা যেন কোনো প্রকার অবৈধ লেনদেনে জড়িয়ে না পড়েন, সে বিষয়টি দৃষ্টি রাখতে হবে। যারা দালালী নিয়ে আসবে তাদেরকে কোনোপ্রকার সুযোগ দেয়া যাবে না। সর্বোপরি সরকারের এ মহতি উদ্যোগকে সকলের সহযোগিতা করতে হবে এবং শতভাগ সেবা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

সঞ্চালনায় ছিলেন হাজীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অলিউজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) সদর চৌধুরী আশরাফুল করিম, সহকারী কমিশনার (ভূমি) ফরিদগঞ্জ সাইফুল ইসলাম ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহরাস্তি জেসমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) কচুয়া পুলক কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মতলব উত্তর নাছির উদ্দিন সরোয়ার।

উদ্বোধন শেষে শরীফ চৌধুরীর পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৬:১৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার

এমআরআর  

Share