চাঁদপুর জেলা প্রশাসনের সিদ্ধান্তনুযায়ী চাঁদপুরের সকল এইচএসসি পরীক্ষা কেন্দ্রের মূল ফটকে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই বুধবার (২৯ মার্চ) তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই জানান, ‘পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে করার লক্ষ্যে এ প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।
এ ব্যাপারে চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলোয়ার হোসেন জানান, ‘জেলা প্রশাসক মহোদয়ের সভার সিদ্ধান্তের আগেই আমরা সিসি ক্যামেরা বসিয়েছি।’
এ ব্যাপারে বাবুরহাট স্কুল ও কলেজ অধ্যক্ষ মোশারফ হোসেন জানান, ‘আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা অনেক আগেই লাগানো হয়েছে ।
এ বিষয়টি আমরা সর্তক আছি ।
এ বিষয়ে ফরক্কাবাদ কলেজের অধ্যক্ষ ড.হাসান বলেন, ‘আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বসানো হয়েছে ।’
জানা যায়, এ বছর চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এইচএসসি পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিসভায় জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল আসন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্রের মূল ফটকে সিসি ক্যামেরা বসানোর নির্দেশনা দেন । যারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ব্যর্থ হবে তাদের কেন্দ্র বাতিল করা হবে মর্মে ওই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ।
পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপুর্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল এ সিদ্বান্ত গ্রহণ করেন ।
প্রসঙ্গত, এ বছর চাঁদপুর জেলায় মোট ৫০ কেন্দ্রে ১৮ হাজার ৬শ পরীক্ষার্থী রয়েছে । আগামী ২ এপ্রিল এ পরীক্ষা শুরু হবে।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ০৩: ০০ এএম, ৩০ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ