Home / চাঁদপুর / চাঁদপুর ও কুমিল্লা সড়ক বিভাগের ৭৯৬ কোটি টাকার দু’প্রকল্প প্রস্তাব
Sarak Bhaban

চাঁদপুর ও কুমিল্লা সড়ক বিভাগের ৭৯৬ কোটি টাকার দু’প্রকল্প প্রস্তাব

চাঁদপুর ও কুমিল্লা সড়ক বিভাগ ইতোমধ্যেই দুটি প্রকল্প প্রস্তাব ইতিমধ্যেই সড়ক বিভাগের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে পেশ করা হয়েছে
প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৯৬ কোটি টাকা । এর মাধ্যে কুমিল্রার অংশে সাড়ে ১০ কিলোমিটারের জন্রে ব্যয করার প্রস্তাব রয়েছে ৩১৫ কোটি টাকা ।

বৃহস্পতিবার ৯ জানুয়ারি স ও জ, চাঁদপুরের এক নির্ভরযোগ্য সূত্র চাঁদপুর টাইমসকে এ তথ্য জানায় ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদপুর জেলার মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা বেড়িবাধ সড়কের প্রশস্থ ও মজমুতকরণে শূন্য থেকে ৩৮ কিলোমিটার
সড়কের উন্নয়ন করার প্রস্তাব পেশ করা হয়েছে । এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪৩ কোটি ৮১ লাখ টাকা ।

দাউদকান্দি-গোয়ালমারী-শ্রী-রায়ের চর (মতলব-ছেঙ্গারচর) সড়কের মান ও প্রশস্থকরণের উন্নয়নে চাঁদপুরের অংশে সাড়ে ১০ কিলোমিটার এবং কুমিল্লা অংশে সাড়ে ১০ কিলোমিটার সড়ক পথের নির্মাণ কাজের প্রস্তাব দেয়া হয়েছে । এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৫২ কোটি ১৮ লাখ টাকা ।

প্রাক্কলিত ব্যযের ক্ষেত্রে অর্ধেক অর্থ ব্যয় হবে কুমিল্লা অংশে এবং বাকি অর্ধেক হবে চাঁদপুর অংশের সাড়ে ১০ কিলোমিটার সড়ক ও একটি ব্রিজ নির্মাণসহ ভূমি অধিগ্রহণ কাজে ব্যয় করা হবে বলে সূত্রটি জানায় ।

আবদুল গনি , ১০ জানুয়ারি ২০২০