Home / চাঁদপুর / চাঁদপুরের সওজ বিভাগের দুটি বড় ধরনের প্রকল্প প্রস্তাব পেশ
Sarak Bhaban

চাঁদপুরের সওজ বিভাগের দুটি বড় ধরনের প্রকল্প প্রস্তাব পেশ

চাঁদপুর সড়ক পরিবহন ও জনপথ বিভাগ ২০২০-২০২১ অর্থবছরে দুটো বড় ধরনের প্রকল্পের প্রস্তাব পেশ করেছে । এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪৯ কোটি ৭৩ লাখ টাকা।

চাঁদপুর সড়ক পরিবহন ও জনপথ বিভাগ ৭ আগস্ট এ তথ্য প্রদান করে।

প্রাপ্ত তথ্য মতে, দাউদকান্দি গোয়ালমারি শ্রীরায়েরচর কুমিল্লা ও মতলব উত্তর ছেঙ্গারচর জেলা মহাসড়কের যথাযথ মান ও প্রশস্বতায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় চাঁদপুর অংশের ১০ কিলোমিটার সড়কের প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২৭ কোটি ৮০ লাখ টাকা। ১ জুরাই ২০২০ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত সমাপ্ত হওয়ার কথা বলা হয়েছে।

অপরদিকে মতলব -মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়ক উন্নয়ন প্রকল্প বেড়িবাঁধ সড়ক ও সম্প্রসারণ প্রকল্পের চাঁদপুর অংশের ১০ কিলোমিটারের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১২১ কোটি ৯৩ লাখ টাকা ।

প্রকল্পটি ১ জুলাই ২০২০ শুরু হওয়ার কথা এবং শেষ হবে ৩০ জুন ২০২৩ । চাঁদপুর অংশের এ ১০ কিলোমিটার জন্য এ বরাদ্দ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রটি জানান ।

আবদুল গনি , ৮ আগস্ট ২০২০[/one_sixth_last]