চাঁদপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ মনিটরিং সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভারোববার দুপুরে জেলা প্রশাসকের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। স্কুল ও কলেজের প্রধান শিক্ষকদের সাথে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ মনিটরিং সংক্রান্ত আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ মোশারফ হোসেন, লেডী দেহলবি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়া, ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মহিন উদ্দিন,কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদার, হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার আবুল আবুল বাশারসহ ভিবিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকবৃন্দ।
: আপডেট ৫:১৬ পিএম, ১৩ মার্চ ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur