Home / চাঁদপুর / চাঁদপুরের শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার স্বপ্ন দেখালেন ন্যানো বিজ্ঞানী ড.জামাল উদ্দিন
শিক্ষার্থীদের

চাঁদপুরের শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার স্বপ্ন দেখালেন ন্যানো বিজ্ঞানী ড.জামাল উদ্দিন

চাঁদপুরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠােনের শিক্ষার্থীদের বিদেশে উচ্চতর শিক্ষা ও সহজে পিএইচডি ডিগ্রি লাভের স্বপ্ন দেখালেন আন্তর্জাতিক ন্যানো বিজ্ঞানী যুক্তরাস্ট্রের মেরিল্যান্ডের কোপিন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.জামাল উদ্দিন।

২ ডিসেম্বর বৃহস্পতিবার চাঁদপুরে একদিনের সফরে এসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পৃথক পৃথক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান আয়োজিত মোটিভেশনাল প্রোগ্রামের অংশ হিসেবে শিক্ষার্থীদের এই স্বপ্ন দেখান।

এর মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ প্রফেসর ড.মো.ইকবালুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যানো বিজ্ঞানী কোপিন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.জামাল উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর আবুল কালাম আযাদ চৌধুরী। এদিকে সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজের এএফ ফ্লোরে শিক্ষার্থীদের সাথে একই ধরনের মোটিভেশনাল প্রোগ্রামে অংশ নেন কোপিন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.জামাল উদ্দিন। এতে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ একেএম আবদুল মান্নান।

এদিকে একই দিন দুপুর আড়াইটায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে “উচ্চ শিক্ষায় সাফল্যের জন্য কৌশলগত গবেষণা পরিকল্পনা নেভিগেটিং পদ্ধতি” নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.পেয়ার আহমেদ। এতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বেভাগের চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ন্যানো বিজ্ঞানী যুক্তরাস্ট্রের মেরিল্যান্ডের কোপিন স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.জামাল উদ্দিন। অনুষ্ঠানে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ন্যানো বিজ্ঞানী প্রফেসর ড.জামাল উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রধান করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.পেয়ার আহমেদ।

এসব অনুষ্ঠানে ন্যানো বিজ্ঞানী প্রফেসর ড.জামাল উদ্দিন শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার স্বপ্ন দেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সহজ পথগুলো তুলে ধরেন ।

প্রতিবেদক : মুসাদ্দেক আল আকিব, ২ জানুয়ারি ২০২৪