চাঁদপুরের শাহরাস্তিতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ঢাকার খিলক্ষেত থানা থেকে লুট হওয়া ২টি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ) রাত সোয়া ৮টার দিকে উপজেলার পশ্চিম উপলতা জমির উদ্দিন বেপারী বাড়ির আলমগীর হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে একটি ৯ এমএম (তারাস) পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। ওই ঘটনায় আলমগীর হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১) ও স্ত্রী লাভলী বেগমকে (৩৮) আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন জানান, আমাদের একটি মোবাইল চুরি হওয়ায় আমরা আলমগীরের ঘরে তল্লাশি করি। তল্লাশির একপর্যায়ে ঘরে একটি পুরনো গিটারের ভেতরে পিস্তল দেখতে পাই। এতে আমাদের আরও সন্দেহ বেড়ে যাওয়ায় আমরা পুলিশকে সংবাদ দেই। পুলিশ এসে পুরো ঘর তল্লাশি করে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে লাভলী বেগম উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম গুলো ২০২৪ সালের ৫ আগস্ট একটি থানায় লুট হওয়া অস্ত্র বলে স্বীকার করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. লুৎফর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান পাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আ. হাই ও অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ও পুলিশের একাধিক ফোর্সসহ ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে লুট হওয়া অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
৩ জানুয়ারি ২০২২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur