Home / চাঁদপুর / চাঁদপুরের যেসব স্থানে ভাস্কর্য ও শহীদ মিনার করবে জেলা পরিষদ
Osman ghoni patwary

চাঁদপুরের যেসব স্থানে ভাস্কর্য ও শহীদ মিনার করবে জেলা পরিষদ

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে চাঁদপুর জেলা পরিষদ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে চাঁদপুর জেলা পরিষদ।

এর মধ্যে রয়েছে চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে ভাস্কর্য অঙ্গিকার ও কেন্দ্রীয় শহীদ মিনারের মধ্যখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুক্তিযুদ্ধভিত্তিক মিনি মিউজিয়াম ও লাইব্রেরি স্থাপন করা হবে।

এছাড়া জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার স্থাপন, প্রতিটি উপজেলা সদরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ, শহীদ মুক্তিযোদ্ধা ও মরহুম বীর মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ ও নামফলক করা হবে।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১১ টায় চাঁদপুর জেলা পরিষদের মিলনায়তনে প্রথম নির্বাচিত পরিষদ এর ১শ’ দিন পূর্তিতে বিভিন্ন কার্যক্রম সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী এসব তথ্য জানান।

চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিষণ ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে অঙ্গিকারবদ্ধ।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৯: ১৪ পিএম, ৪ মে ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply