Home / চাঁদপুর / চাঁদপুরের মেঘনায় ৫ অবৈধ ড্রেজার জব্দ
চাঁদপুরের মেঘনায় ৫ অবৈধ ড্রেজার জব্দ
চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ড্রেজার। ছবি : আশিক বিন রহিম।

চাঁদপুরের মেঘনায় ৫ অবৈধ ড্রেজার জব্দ

চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালি উত্তলনের অভিযোগে পাঁচটি ড্রেজার জব্দ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। যদিও এর সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবৈধ ড্রেজার উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচটি ড্রেজার জব্দ করা সম্ভব হলেও এর সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ইতোমধ্যে বিধি মোতাবেক তথা কোর্ট রুলস ১৯৬৬ ও আইএসও ১৯৭১ ধারা অনুযায়ী জব্দকৃত ড্রেজারগুলো নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জব্দকৃত নৌযানের বৈধ কাগজপত্র নিয়েও কেউ আসেনি বিধায় শেষ পর্যন্ত আইনী পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

স্পেশাল করেসপন্ডেন্ট || আপডেট: ০৬:৪৩ পিএম,০১ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর