চাঁদপুরের মেঘনায় জ্যান্ত ইলিশ ধরার কয়েকটি দৃশ্য

‎Friday, ‎19 ‎June, ‎2015   3:56:38

চাঁদপুর টাইমস:

ইলিশ আমাদের জাতীয় মাছ। পদ্মা-মেঘনার মোহনায় চাঁদপুর অবস্থিত বিধায় এ অঞ্চলে থেকে পদ্মা-মেঘনার ইলিশের দেখা মিলে, এজন্য চাঁদপুর জেলা ইলিশের জন্য প্রাচীনকাল থেকে বিখ্যাত।

ইলিশ এমন একটি মাছ যা জেলে ছাড়া কারো পক্ষে জ্যান্ত দেখা তেমন সম্ভব হয় না। তবে কেউ দেখার উদ্দেশ্যে জেলেদের সাথে গেলে বিশেষ করে চাঁদপুর ঘাট থেকে জেলেরা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় সাথে যেতে পারলে হয়তোবা জ্যান্ত লাফিয়ে উঠা ইলিশের দেখা মিলতে পারে।

প্রযুক্তির এই দুনিয়ায় এখন তা জেলেদের সাথে না গিয়েও দেখা সম্ভব হচ্ছে। ইউটিউবের সহযোগিতায় চাঁদপুর টাইমস পাঠকদের সৌজন্যে জ্যান্ত লাফিয়ে উঠা ইলিশের এক্সক্লুসিভ ৩টি ভিডিও লিংক দেয়া হলো।

নিচের ভিডিও ৩টি দেখুন……

 

 

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share