চাঁদপুরের মেঘনায় পাঁচ দিনের ব্যবধানে আবারও দুই লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। এদের মধ্যে চারজনকে চাঁদপুর ঘাটে নামিয়ে সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের আলুবাজার ও ঈশানবালার মধ্যবর্তী মেঘনা নদীতে এমভি প্রিন্স আওলাদ-৪ ও এমভি টিপু-১২ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতরা সবাই এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের যাত্রী।
জানা গেছে, এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চটি বরিশালের হিজলা থেকে ঢাকা যাচ্ছিল। আর এমভি টিপু-১২ লঞ্চটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাত্রা করে।
এমভি টিপু-১২ লঞ্চের সুপারভাইজার লিটু দাস জানান, এমভি টিপু-১২ লঞ্চের সুকানের চেইন ছিড়ে যাওয়ায় তা মেরামত করা হচ্ছিল, বিপরীত দিক থেকে এমভি আওলাদ-৪ লঞ্চটি এসে পড়ায় সংঘর্ষ ঘটে।
এর আগে, গত রোববার দিবাগত রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে মা ও তার এক শিশুসন্তান নিহত হন। এতে আহত হন আরও আট যাত্রী।
আরো পড়ুন- চাঁদপুরে মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে হতাহত ১০
বার্তা কক্ষ, ১৭ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur