চাঁদপুর

চাঁদপুরের মানুষ ‘কমন ইস্যুতে’ ঐক্যবদ্ধ : মায়া

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, দেশের অন্য জেলার চেয়ে চাঁদপুর জেলা সৌহার্দপূর্ণভাবে মানুষ বসবাস করছে। কমন (সাধারণ) ইস্যুতে আমরা একতা থাকি।

প্রধান অতিথির বক্তেব্যে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব কথাগুলো বলেন।

মাদক সম্পর্কে তিনি বলেন, ‘মাদকের ব্যপারে আমরা চিন্তিত। আমার বিশ^াস আমরা যেভাবে এসেছি তাতে আমরা সফলতা অর্জন করবো। আমরা মাদক সেবনকারীদের ধরার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের ধরার চেষ্টা করবো। সেজন্য সকলকে জেলা প্রশাসন পুলিশ বিভাগসহ সকলের সহযোগিতা প্রয়োজন রয়েছে।

বিদ্যুতের ব্যপারে তিনি বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে অঙ্গিকার গ্রহন করেছে তা বাস্তবায়িত হচ্ছে। সামনে ঝড় বৃষ্টি মৌসুম আসছে। এতে বাড়ির আঙ্গিনা ও রাস্তার পাশে গাছের ডালগুলো কেটে বিদ্যুৎ সংযোগের স্থান পরিষ্কার করতে হবে। তাহলে র্দুঘটনার হাত থেকে রক্ষা পাবো।

ইলিশ সম্পর্কে তিনি বলেন, যে কোনো মূল্যে জাটকা ইলিশ রক্ষা করতে হবে।

চাঁদপুর জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডলের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমীর আবদুল্লাহ মো. মঞ্জুরুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন, সিভিল সার্জেন রথিন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সামিউল মাসুদ, ছেঙ্গারচর পৌরসভার মেয়র জজ মিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ওসমান গণি পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ ভূঁইয়া, এ এস পির হেড কোয়াটার নজরুল ইসলাম, এ এস পির সার্কেল হাজীগঞ্জ মোহাম্মদ হানিফ, জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার এম এ ওয়াদুদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশিদুল ইসলাম, হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার করিম সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

 : আপডেট ৩:৩২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬,  বৃহস্পতিবার

ডিএইচ

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

Share