চাঁদপুর

‘চাঁদপুরের মানুষ অন্য জেলার তুলনায় অনেক ভালো’

স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) ওয়াহিদুজ্জামান বলেছেন, ‘আমি গত কয়েক বছর ধরে প্রশাসনের বিভিন্ন দায়িত্বে চাকরি করেছি তার মধ্যে চাঁদপুরে চাকরিকালে এখানের মানুষের হয়েছি। চাঁদপুরের মানুষ অন্য জেলার তুলনায় অনেক ভালো।’

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) ওয়াহিদুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ইউপি সচিবদের সাথে ইউনিয়ন পরিষদের কর্মকা- সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়ে বলেন, ‘চাঁদপুরকে আমি অন্য চোখে দেখতাম। চাঁদপুরকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিলো। আর এই স্বপ্ন পূরন করবে ইউনিয়ন পরিষদের সচিবরা। আপনারা দেশ ও জাতি গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)র’ চাঁদপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে ও বালিয়া ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুসের পরিচালনায় বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হক , স্থানীয় সরকারের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর শাহরিয়ার রহমান, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, তরপুরচন্ডি ইউনিয়ন পরিষদের সচিব তাসলিমা বেগম, মৈশাদী ইউনিয়ন পরিষদেও সচিব আবু বকর মানিক, মতলব দক্ষিণ উপজেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির ( বাপসা) সভাপতি মহিউদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব, স্থানীয় সরকারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ক’দিনের মধ্যে উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান বরিশাল সিটি কর্রোশনের প্রধান কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:১০ পিএম, ৩ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share